![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/26/patrick-bamford-260821-01.jpg/ALTERNATES/w640/patrick-bamford-260821-01.jpg)
ইংল্যান্ড দলে প্রথমবার বমফোর্ড
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১, ২২:২৩
প্রিমিয়ার লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন প্যাট্রিক বমফোর্ড। বিশ্বকাপ বাছাইয়ের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন লিডস ইউনাইটেডের এই স্ট্রাইকার। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বৃহস্পতিবার গ্যারেথ সাউথগেটের ঘোষিত ২৫ জনের দলে নতুন একটিই। চোটের কারনে ইউরোয় খেলতে না পারা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও জেসে লিনগার্ড ফিরেছেন দলে।গত মাসে ইউরোয় রানার্সআপ হওয়া দলে নেই বিশেষ কোনো চমক।