![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Framu-20210826185244.jpg)
রামুতে জমি দখল নিতে চেয়ারম্যানের নেতৃত্বে হামলার অভিযোগ
বিরোধপূর্ণ জমি দখল নিতে কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল আলমের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ সময় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।