![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/26/taliban-afghan-reporter-260821-01.jpg/ALTERNATES/w640/taliban-afghan-reporter-260821-01.jpg)
কাবুলে টলোনিউজের সাংবাদিককে পিটিয়েছে তালেবান
আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টলোনিউজের এক সাংবাদিক ও ক্যামেরাম্যানকে পিটিয়েছে তালেবান। বুধবার রাজধানী কাবুলে এক এলাকায় একটি প্রতিবেদন নিয়ে কাজ করার সময় সাংবাদিক জিয়ার ইয়াদ ও তার ক্যামেরাম্যান বায়েস মাজিদি তাদের মারধরের শিকার হয় বলে টলোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে।