দূষণের শঙ্কা, জাপানে মডার্নার টিকা প্রয়োগ বন্ধ
দূষণের কারণে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে অন্য উপকরণ (ফরেন ম্যাটেরিয়ালস) পাওয়া গেছে।
জাপানে মডার্নার ভ্যাকসিন বিক্রি ও বিতরণকারী প্রতিষ্ঠান তাকেদা জানিয়েছে, পর্যাপ্ত সতর্কতার ঘাটতির কারণে তিনটি ব্যাচের টিকা প্রত্যাহার করে নিয়েছে মডার্না। তাকেদা বিবৃতিতে বলা হয়েছে, সম্ভবত স্পেনের চুক্তিবদ্ধ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই সমস্যার তৈরি হয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলা হয়নি।