এটিএমে টাকা নেই, জিনিসের দাম বাড়ছে কাবুলে
তালেবান ক্ষমতায় এসে সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে। কিন্তু তা সত্ত্বেও দেশের অর্থনীতির হাল ধরা যায়নি। বাড়ছে জিনিসপত্রের দাম। কার্যত সমস্ত এটিএম অর্থশূন্য। বন্ধ ব্যাঙ্ক। আতঙ্কে সাধারণ মানুষ।
কাবুলের বাসিন্দা ইমাম ডিডাব্লিউকে জানিয়েছেন, ''বন্ধ ব্যাঙ্কের বাইরেও মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। বৃহস্পতিবার দুই-একটি ব্যাঙ্ক খুলেছে। তার বাইরে ভয়াবহ ভিড়।'' ইমামের বক্তব্য, গত এক সপ্তাহে জিনিসপত্রের দাম ভয়ংকরভাবে বাড়তে শুরু করেছে। এতদিন যে আটা এক হাজার ৮০০ আফগান অর্থে পাওয়া যাচ্ছিল, এখন তার দাম হয়েছে প্রায় দুই হাজার দুইশ আফগানি।