মর্যাদার ইন্ক ৫ হাজারে আমেরিকান-বাংলাদেশি প্রতিষ্ঠান

জাগো নিউজ ২৪ যুক্তরাজ্য / ইংল্যান্ড ফারুক যোশী প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ১০:১৯

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ইন্ক ( Inc) প্রতিবছরের ন্যায় প্রকাশ করেছে ৫ হাজার ব্যবসায়ীদের তালিকা। যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ম্যাগাজিনে ব্যবসায়ী হিসেবে স্থান করে নেয়া অনেক মর্যাদার। আমেরিকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে কে ‘ Inc. 5000 ‘ প্রতিবছর নতুন নতুন নাম প্রকাশ করে থাকে।


উল্লেখ করা যেতে পারে, ইতোপূর্বে এই ম্যাগাজিনের তালিকায় মাইক্রোসফটসহ Intuit, Zappos, Under Armour, Patagonia তথা পৃথিবীর খ্যাতিমান প্রতিষ্ঠানগুলো জায়গা করে নিয়েছিল। এরই ক্রমধারায় বাংলাদেশি বংশদ্ভোত এক দম্পতির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এসজে ইনোভেশন এই ম্যাগাজিনের ৪৪৪২ নম্বর তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে ২০২১ এ। গত ১৮ আগস্ট ম্যাগাজিনটি এই তালিকা প্রকাশ করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও