নকল পণ্যের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ চাই
সমকাল
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ০৮:৫৮
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, খাদ্যসামগ্রী থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই নকল পণ্য তৈরি হচ্ছে। ফুটপাত থেকে শপিংমল পর্যন্ত নকল পণ্য বিক্রির নেটওয়ার্ক। এ অবস্থায় নকল পণ্যের দৌরাত্ম্য কমানোর বিকল্প নেই। এ জন্য শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নকল পণ্য প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সমাজসেবীদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।
সমকালকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, নকল পণ্যের সামগ্রিক বিষয়টি শুধু নেতিবাচক প্রভাবেরই জন্ম দেয়। এর কোনো ভালো দিক বা ইতিবাচক বিষয় নেই। তাই নকল প্রতিরোধে শুধু উৎপাদক কোম্পানি, আইন প্রয়োগকারী সংস্থা ও নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়। নকল পণ্য প্রতিরোধে আইনি কাঠামো যথেষ্ট শক্তিশালী ও কার্যকর রয়েছে। তার পরও নকল পণ্যের বিরুদ্ধে জোরালোভাবে সচেতনতা গড়ে তুলতে হবে।