দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে গরম, বৃষ্টিপাত হবে কবে?
অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়তে পারে তাপমাত্রা। কিন্তু আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের হাত ধরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে পারে বলে মনে করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বর্তমানে গোরখপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা ক্রমশ দক্ষিণের দিকে সরবে। রাজস্থান এবং তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে, রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে।