You have reached your daily news limit

Please log in to continue


লালমাটিয়ার ধানক্ষেতে শুটিং করেছি

৮৫ বছর বয়সে কতই আর ভালো থাকা যায়, মনের জোরেই বেঁচে আছি। এখনও চলতে-ফিরতে পারছি, এ জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। ছেলে, বউমা, নাতিদের সঙ্গে সময়টাও মন্দ কাটছে না। তারা কেউ কখনও যত্নের ত্রুটি করে না। সে জন্যই হয়তো বয়সকে হার মানিয়ে এখনও পৃথিবীতে আছি।

আর অভিনয় জগৎ থেকে দূরে থাকা বিষয়ে যেটা জানতে চাইলেন- তার উত্তরে এটাই বলব, যে জগৎ থেকে সরে এসেছিলাম, ঘর-সংসার সামাল দিতে গিয়ে সেই জগতের কথাও ভুলে যাওয়ার চেষ্টা করেছি। তারপরও ভুলতে পারিনি, কিন্তু এ নিয়ে কখনও কোনো অভিযোগও ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন