![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F77b84263-e15e-4aec-a0b3-8d60b666f8c0%252FDinajpur_DH0828_20210824_2__Dinajpur__24_8_2021_Yasmin.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
স্মৃতিস্তম্ভ থেকে হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ইয়াসমিন
আজ ২৪ আগস্ট। ১৯৯৫ সালের এই দিনে ধর্ষণের পর হত্যার শিকার দিনাজপুরের কিশোরী ইয়াসমিনের লাশ ফেলে রাখা হয়েছিল মহাসড়কের পাশে। পরের বছর থেকে তার স্মরণে এই দিনে পালন করা হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। তার স্মরণে দিনাজপুরের দশমাইল এলাকায় ২০০১ সালের জানুয়ারিতে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয় শহীদ স্মৃতিস্তম্ভ ইয়াসমিন যাত্রীছাউনি ও পাঠাগার। সেগুলোর অবস্থা এখন বেহাল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধর্ষণের পর হত্যা
- স্মৃতিস্তম্ভ