যানজট-গরমে ১০ হাত এগোলেই পিপাসা লাগে

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ১৬:১১

‘গরমে আর কুলাইতে পারি না, দশ হাত গেলেই পিপাসা লাগে।’ মঙ্গলবার মধ্য দুপুরে রাজধানীর পলাশী-নীলক্ষেতগামী রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলছিলেন ঠেলাগাড়িচালক মহিউদ্দিন মিয়া।


কিছুক্ষণ আগে রাস্তার পাশে ফুটপাতে ঠেলাগাড়িটি থামান। ভ্যাপসা গরমে আপাদমস্তক ঘেমে গেছেন তিনি। পরিধেয় গেঞ্জি ও লুঙ্গি ভিজে একাকার। তার পাশেই দাঁড়ানো বয়সে তরুণ তারই আরেক সহকর্মী রুবেল মিয়াও গরমে কাহিল। ধপ করে ফুটপাতে বসে পড়লেন তিনি। জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মহিউদ্দিন মিয়া জানান, নয়াবাজার থেকে এক হাজার ৩০০ টাকা ভাড়ায় কাগজভর্তি ঠেলাগাড়ি নিয়ে নীলক্ষেতে যাচ্ছেন। গরমে ঠেলাগাড়ি ঠেলতে ভীষণ কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও