![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F24%2Fnancy.jpg%3Fitok%3D-qs1fTJn)
বাগদান সারলেন ন্যান্সি
এনটিভি
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ১৫:৫৫
তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সেই বিয়ে সেপ্টেম্বরে, আয়োজন করেই হবে বিয়ের অনুষ্ঠান। গেল জুলাইয়ে এনটিভি অনলাইনকে এ খবর নিশ্চিত করেছিলেন এই সংগীত তারকা।
এবার ন্যান্সি অন্তর্জালে জানিয়ে দিলেন, তিনি বাগদান সেরেছেন। ২৩ আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে এমনটি জানিয়েছেন তিনি।