হিংস্রতাকে জয় করে শিয়ালের সঙ্গে মানুষের বন্ধুত্ব

বার্তা২৪ নওগাঁ সদর প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ১৫:৫৬

সভ্যতার অগ্রগতিতে যখন বন্যপ্রাণীরা অস্তিত্ব সংকটে, তখন শিয়াল পন্ডিতের সাথে মানুষের বন্ধুত্ব সত্যিই বিস্ময়কর ঘটনা। অবিশ্বাস্য হলেও সত্য। নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান বন্যপ্রাণী প্রেমী ফজলুল করিম আরজু সখ্য গড়ে তুলেছেন শিয়ালদের সঙ্গে। একটি–দুটি নয়, ২০ থেকে ২৫টি শিয়ালের সঙ্গে গড়ে উঠেছে তাঁর এই সখ্যতা। ভালোবাসা দিয়ে শিয়ালের হিংস্রতাকে জয় করেছেন তিনি।


জানাগেছে, সন্ধ্যা নামলেই শেয়ালের দল ঝোপঝাড় ও গর্ত থেকে দল বেঁধে বেড়িয়ে জড়ো হয় পাহাড়পুর বৌদ্ধ বিহারের ডাক বাংলোর সামনে। অপেক্ষা করে কখন আসবে ফজলুল করিম আরজু। কারণ প্রতিদিনই রাতে শিয়ালের জন্য খাবার নিয়ে হাজির হন তিনি। এভাবেই ধীরে ধীরে শেয়ালের সঙ্গে বন্যপ্রাণী প্রেমী আরজুর সখ্যতা গড়ে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও