![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Farshi-20210824151402.jpg)
ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভেঙে যাচ্ছে বিগ বস তারকার
মার্কিন সেনাবাহিনী সরে যেতেই তালেবান গোষ্ঠীর দখলে প্রায় গোটা আফগানিস্তান। পঞ্জশির বাদে সব প্রদেশেরই ক্ষমতা তাদের হাতে এখন। এমন অবস্থায় প্রাণভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন দেশটির নাগরিকরা। এ পরিস্থিতির প্রভাব পড়তে চলেছে ‘বিগ বস’খ্যাত বলিউডের ছোটপর্দার অভিনেত্রী আরশি খানের জীবনেও।
কারণ তালেবান আফগানিস্তান দখল করায় ভাঙতে পারে আরশির বাগদানও। সেকথা জানিয়েছেন তিনি নিজেই।