![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F24%2Fcovid-patients.jpg%3Fitok%3DkcfgGyB8%26timestamp%3D1629787816)
বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় সর্বস্বান্ত রোগী-পরিবার
ডেইলি স্টার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ১৩:১১
রোকেয়া সুলতানা গত সপ্তাহে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছিলেন। সেসময় তার ছেলে মামুনুর রশীদকে দেখা যায় ফোনে কারো সঙ্গে খুব দ্রুত কথা বলতে। তিনি ফোনের অপর প্রান্তে থাকা মানুষটিকে জমি কেনার জন্য রাজী করানোর চেষ্টা করছিলেন।
দ্য ডেইলি স্টার তার সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, তার ৫০ বছর বয়সী মা গত চার দিন ধরে আইসিইউতে। কিন্তু ডাক্তাররা বলতে পারছেন না কতদিন তাকে আইসিইউতে রাখতে হবে। পরিবারটি তার চিকিৎসার জন্য এক লাখ ২০ হাজার টাকা নিয়ে এসেছিল। ইতোমধ্যে সব টাকা খরচ হয়ে গেছে।