![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F24%2Fthousands-of-afghan.jpg%3Fitok%3DNJ8E6kYg)
পরিস্থিতি ‘ধারণার চেয়ে স্বাভাবিক’ দেখে ঘরে ফিরেছে হাজারও আফগান
আফগানিস্তানের পরিস্থিতি ‘ধারণার চেয়ে স্বাভাবিক’ দেখে হাজার হাজার আফগান বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন ন্যাটোর একজন কূটনীতিক। তবে, প্রত্যন্ত জেলাগুলো থেকে পাওয়া নিরাপত্তা ও গোয়েন্দা প্রতিবেদন সংখ্যায় অপ্রতুল বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই ওই কূটনীতিক। তিনি বলেন, ৩১ আগস্টের সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।