আফগানিস্তানকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব, আলোচনা করবে যুক্তরাজ্য
আফগানিস্তানকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা করবে ব্রিটিশ সরকার। যার আওতায় কেউ যদি দেশটিতে ভ্রমণ করেছে বলে প্রমাণিত হয়, তাহলে তাকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের অনুমতি দেবে কর্তৃপক্ষ। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সূত্র জানিয়েছেন, ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাবো সে সম্পর্কে এই পর্যায়ে উপলব্ধ প্রতিটি বিকল্পের দিকে আমরা তাকিয়ে আছি। এটি তার মধ্যে একটি বিকল্প।