![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsnake-1-20210824105136.jpg)
মধ্যরাতে নারী কাউন্সিলরের কার্যালয়ে সাপ, পিটিয়ে মারল স্থানীয়রা
রাজশাহীর নগরীর পদ্মা পাড়ে ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলরের কার্যালয়ে ঢুকেছে পদ্মা থেকে ভেসে আসা সাপ। সাপটি দেখে পিটিয়ে মারেন স্থানীয়রা। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নারী কাউন্সিলরের চেম্বারে সাপটি প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবক জানান, সোমবার রাতে ঘটনাস্থলে তারা কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় সাপটিকে নারী ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখেন তারা। এরপর তারা আশপাশ থেকে কয়েকটি লাঠি যোগাড় করে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। ওই সময় কার্যালয়ে কেউ ছিলেন না। পরে তারা নারী ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানান।