কৃষি ঋণে সুদের হার ২৫ শতাংশ!
বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণে সুদের হার আট শতাংশ নির্ধারণ করলেও কৃষকদের তিন গুণেরও বেশি হারে সুদ দিতে হচ্ছে, এমনকি করোনাভাইরাস মহামারির এই কঠিন সময়েও।
বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতিমালা ও দায়সারা নিরীক্ষণ প্রক্রিয়ার কারণে বেসরকারি ব্যাংক ও ক্ষুদ্রঋণ সংস্থাগুলো কৃষকদের দুর্বলতার সুযোগ নিচ্ছে এবং ফলশ্রুতিতে তাদেরকে কমপক্ষে ২৫ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে।
কুমিল্লার দেবীদ্বারের কৃষক লুতফুর রহমান সম্প্রতি একটি ক্ষুদ্রঋণ সংস্থা থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছেন। তাকে এক বছরের মধ্যে সুদাসলে ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি ৪০ শতাংশ হারে সুদ নিচ্ছে, যেটি অবিশ্বাস্য।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। কিন্তু কোনো ব্যাংকে না পেয়ে একটি ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে বাধ্য হই।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে