You have reached your daily news limit

Please log in to continue


পরীমণি ও পুরুষতন্ত্র

আচ্ছা, এই যে আমরা 'স্বাধীনতা', 'স্বাধীনতা' বলে নিয়ত চেঁচাচ্ছি; 'স্বাধীনতা' ব্যাপারটা আসলে কেমন? তার আগে আসুন একটু তাকাই দেশের দিকে। দেশ এখন সরগরম পরীমণি ইস্যুতে। চিত্রনায়িকার প্রতিমুহূর্তের আপডেট সরবরাহ করছে মিডিয়া। উঠতে-বসতে, চলতে-ফিরতে, পাড়া-মহল্লা, চায়ের আড্ডা থেকে গৃহবধূদের নিত্য সংলাপে এখন একটাই নাম- পরীমণি। দেশের ইউটিউব সার্চ লিস্টে আমি বাজি ধরে বলতে পারি, এ মুহূর্তের বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করেছে অন্তত পরীমণির সঙ্গে যুক্ত কোনো ভিডিওকে।

কিন্তু পুরো ব্যাপারটা একটু ভালো করে দেখলে এক রকম প্রহসন বলে মনে হয় না? এক ধরনের পুরুষতান্ত্রিক খেলার মতো। ধরুন, চিত্রনায়িকা যখন ধর্ষণচেষ্টার অভিযোগ আনলেন একজন বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে, ঠিক তার কয়েক দিন পর আবার তাকেই ধরা হলো মদের বোতল সমেত। এখন সত্য-মিথ্যা যাচাই করার জন্য কোর্ট আছেন। তা সত্ত্বেও কেমন যেন পরিকল্পিত ব্যাপার বলে মনে হচ্ছে না? ব্যাপারটা ভীষণ সন্দেহ উদ্রেককারী কিন্তু!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন