কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রিটেনের এনএইচএস থেকে বাংলাদেশের শিক্ষা

সমকাল সালেহা চৌধুরী প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ০৭:৪০

ব্রিটেন আগে কেমন ছিল? গরিব মানুষে পূর্ণ। মাথার ওপর ছাদ বা পেটে খাবার বা অসুখে চিকিৎসা নেই এটাই ছিল সে কালের কথা। ১৯৪৮-এর আগে পর্যন্ত এই ছিল সাধারণ মানুষের চিত্র। দুই তলায় বিভক্ত ছিল সমাজ। ওপরতলা ও নিচতলা। কঠিন ও ভয়াবহ দারিদ্র্যে জীবনযাপন করত নিচতলার মানুষরা। শুনেছি গরিবের বাড়িতে চিনি থাকত না।


আর চিনি মানে উৎসব। পায়ে জুতাও নয়। এরপর নানা গবেষণা এবং নানা লেখালেখি। আপস্টেয়ার্স বা ডাউনস্টেয়ার্সে ছিল আকাশ-পাতাল পার্থক্য। এই পার্থক্য খানিকটা ঠিক করতে ঘটল দুটো ঘটনা। এক. ওয়েলফেয়ার স্টেট। আর দুই ন্যাশনাল হেলথ সার্ভিসের জন্ম। যদিও তখন ব্রিটেনের দখলে পৃথিবীর চার ভাগের তিন ভাগ। কলোনি থেকে কলোনি। টাকাপয়সা ছিল বড়লোকেদের হাতে। মানে ক্যাপিটালিস্ট সমাজের ভয়াবহ উদাহরণ ছিল ব্রিটেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও