![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F23%2Ftaliban-1.jpg%3Fitok%3Dyo-18KDL)
উত্তরাঞ্চলের সেই তিন জেলা দখলের দাবি তালেবানের
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানে স্থানীয় মিলিশিয়াদের হাতে চলে যাওয়া গুরুত্বপূর্ণ তিনটি জেলা ফের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর তাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে স্থানীয় তালেবানবিরোধী মিলিশিয়া গোষ্ঠী।