![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F01%252F14%252F6ba6e828ab47a3dc585bec23dba18f4c-5e1d5bd349530.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
৮ কার্যদিবসে শেয়ারের দাম দ্বিগুণ, এরপর কী
শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের দাম মাত্র আট কার্যদিবসে দ্বিগুণ হয়ে গেছে। এই আট দিনে প্রতিদিনই ব্যাংকটির শেয়ারের দাম সর্বোচ্চ হারে বেড়েছে। তাতে ৮ কার্যদিবসের ব্যবধানে ১০ টাকার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২১ টাকা ২০ পয়সা।