এসএসসির ফরম পূরণে অকৃতকার্য-অনিয়মিতের ভিড়
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ১৫:৫৪
২০২০ সালের ৮ মার্চ করোনার রোগী শনাক্ত হওয়ার আগেই ওই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়। কিন্তু ২০২১ সালে করোনার প্রকোপে পুরো পাল্টে গেছে চিত্র। ফেব্রুয়ারি মাসের পরীক্ষা এখন নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত বছরের এইচএসসিতে অটোপাস দেওয়া হলেও এবার সেটা ঠেকাতে সব ধরনের ছাড় দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্বাচনী পরীক্ষা ছাড়াই সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এতে এসএসসিতে ৬৫ হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে। সময় শেষ হওয়ার পরও ১ হাজারের বেশি পরীক্ষার্থী নতুন করে ফরম পূরণের জন্য আবেদন করেছে। এক, দুই বা তার বেশি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এখন গণহারে ফরম পূরণ করতে বোর্ডে যোগাযোগ করছে। অনিয়মিত শিক্ষার্থীরা প্রতিদিন বোর্ডে আসছে।