![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpolice-sui-20210823152213.jpg)
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে কনস্টেবলের আত্মহত্যা
রাঙ্গামাটির আরশি নগর পুলিশ ক্যাম্পে জয় দে (২৩) নামের এক কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৩ আগস্ট) সকালে ক্যাম্প সংলগ্ন একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, সকাল ৭টায় রোল কল করার সময় জয় দে অনুপস্থিত থাকায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে ক্যাম্প সংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে