![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/23/new-zealands-delta-outbreak-230821-01.jpg/ALTERNATES/w640/new-zealands-delta-outbreak-230821-01.jpg)
কোভিড-১৯: নিউ জিল্যান্ডে আরও ৩৫ রোগী শনাক্ত, বাড়ল লকডাউন
নিউ জিল্যান্ডে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের চলতি প্রাদুর্ভাব এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেনি মন্তব্য করে দেশজুড়ে কঠোর লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান। দেশজুড়ে বিদ্যমান চার মাত্রার লকডাউন ২৭ অগাস্ট মধ্যরাত পর্যন্ত তিন দিন বাড়ানো হয়েছে এবং প্রাদুর্ভাবের কেন্দ্র অকল্যান্ডে বিধিনিষেধ অন্তত ৩১ অগাষ্ট পর্যন্ত বজায় থাকবে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।