![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/nigeria-20210823112351.jpg)
নাইজেরিয়ায় ১৫ শিক্ষার্থীকে মুক্তি দিলো অপহরণকারীরা
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে অপহৃত ১৫ শিক্ষার্থীকে সাত সপ্তাহ পর তাদের বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছে অপহরণকারীরা। একজন অভিভাবক জানিয়েছেন, তাদের শর্ত মেনে একটি হাসপাতাল থেকে উদ্ধার করা হয় কিছু শিক্ষার্থীকে। খবর বিবিসির। দেশটির কাদুনা রাজ্য থেকে বেথেল ব্যাপ্টিস্ট উচ্চ বিদ্যালয়ের ১২১ জন শিক্ষার্থী অপহরণের শিকার হন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মুক্তি
- শিক্ষার্থী অপহরণ