রসিক বাঙালি শিক্ষিতজন সৈয়দ মুজতবা আলীর 'দেশে বিদেশে' বইটি পড়েননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আফগানিস্তান, আফগান জাতি, কাবুল এবং কাবুলের উপকণ্ঠ নিয়ে এমন সরস রচনা আমরা আর পড়িনি। অনেক বছর ধরে আফগানিস্তানের ক্ষমতার রদবদল দেখছি। কিন্তু আফগান জাতির এমন ঘটনাবহুল বিশ্নেষণ আমি অন্তত পড়ার সুযোগ পাইনি। মুজতবা আলীর গদ্য সুখপাঠ্য। তরতরিয়ে এগিয়ে যায় ব্যাখ্যা-বিশ্নেষণ-রসিকতাসহ। বাদশাহ আমানউল্লাহর শাসনামলে শেষ অধ্যায়ে বাচ্চাই সাকাও নামে একজন ডাকাতের নেতৃত্বে কাবুল দখল হয়। বাদশাহ আমানউল্লাহ পালিয়ে যান কান্দাহারে এবং পরে তিনি আর তার বড় ভাই মইনুল সুলতানও আত্মসমর্পণ করেন।
You have reached your daily news limit
Please log in to continue
‘দেশে বিদেশে’ এবং আজকের আফগানিস্তান
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন