করোনাকালে চিকিৎসক-নার্সদের কাজকে আরও কঠিন করে তুলছে হাসপাতালে নষ্ট, অব্যবহৃত যন্ত্রের দীর্ঘ তালিকা। দেশের অন্তত ৩২টি হাসপাতালে ৬৫টি যন্ত্র দীর্ঘদিন ধরে অচল ও অব্যবহৃত পড়ে আছে। এগুলোর মধ্যে আছে এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, অ্যানেসথেসিয়া, ল্যাপারোস্কপি, স্টেরিলাইজার, অটোক্লেভ, ডায়াথার্মিসহ অন্যান্য সরঞ্জাম। ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
You have reached your daily news limit
Please log in to continue
৩২ হাসপাতালের ৬৫ যন্ত্র অচল, অব্যবহৃত
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন