![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/22/pique-220821-01.jpg/ALTERNATES/w640/pique-220821-01.jpg)
পায়ের পেশির সমস্যায় পিকে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ১৬:৫১
আতলেথিক বিলবাওয়ের বিপক্ষে প্রথমার্ধে মাঠ ছাড়া বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্দ পিকে পেশির সমস্যায় ভুগছেন। কোচ রোনাল্ড কুমানের ধারণা, তার চোট গুরুতর কিছু নয়। এক বিবৃতিতে কাতালান ক্লাবটি রোববার জানিয়েছে, পিকের চোটের প্রকৃত অবস্থা জানা যাবে আরও পরীক্ষার পর। সান মামেসে শনিবার লা লিগায় বিলবাওয়ের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন বার্সেলোনার অভিজ্ঞ এই ডিফেন্ডার।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ইনজুরি
- ফুটবলার
- জেরার্ড পিকে