![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F22%2Fuk-antibody.jpg%3Fitok%3DlhTt1q7u)
যুক্তরাজ্যে প্রথম বারের মতো গণহারে অ্যান্টিবডি পরীক্ষা চালু
যুক্তরাজ্যে সবার অ্যান্টিবডি পরীক্ষা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কত মানুষ প্রাকৃতিক সুরক্ষা পেয়েছেন, তা জানতে এই কার্যক্রম হাতে নিয়েছে যুক্তরাজ্য। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।