 
                    
                    হাসান আজিজুল হককে বিএসএমএমইউতে স্থানান্তর
অসুস্থ কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত সোয়া আটটার দিকে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে জানিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান বলেন, রোববার মেডিকেল টিম গঠন করা হবে।এর আগে শনিবার হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                