![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/19/pixel-5a-5g-190821-01.jpg/ALTERNATES/w640/pixel-5a-5g-190821-01.jpg)
ভিডিও ধারণের সময় গরম হয়ে যাচ্ছে গুগলের পিক্সেল ৫এ!
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ২০:৩১
সম্প্রতি নিজেদের নতুন স্মার্টফোন পিক্সেল ৫এ উন্মোচন করেছে গুগল। গত বছরের পিক্সেল ৪এ এর উত্তরসূরী হিসেবে আনা হয়েছে ফোনটিকে। কিন্তু এতে নতুন সমস্যা চোখে পড়েছে প্রযুক্তি পর্যালোচকদের। ভিডিও ধারণের সময় দ্রুত গরম হয়ে যাচ্ছে ফোনটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টেলিকম
- ভিডিও ধারণ
- গুগল পিক্সেল ৫