সঞ্চয়পত্রে নমিনি কেন গুরুত্বপূর্ণ?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ১৭:১১
সঞ্চয়পত্র কেনার সময় ফরমে নমিনির নাম উল্লেখ করতে হয়। কারণ সঞ্চয়পত্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নমিনি। অনেকেই নমিনির নাম উল্লেখ করেন না। নমিনি একাধিকও (দুজন) হতে পারেন। কোনো কারণে গ্রাহক মারা গেলে টাকা পাবেন নমিনি।
জানা যায়, মূল গ্রাহক মারা গেলে নমিনি বা উত্তরাধিকারীরা কীভাবে তা পরিচালনা করবেন বা নগদায়ন করবেন, সে ব্যাপারে স্পষ্ট নির্দেশনা নেই। জাতীয় সঞ্চয় অধিদপ্তর ‘কেস-টু-কেস’ ভিত্তিতে এ ধরনের অভিযোগের সমাধান করে থাকে।