তুর্কি সীমান্তে দেয়াল বানালো গ্রিস
গ্রিস তুরস্কের সঙ্গে সীমান্তে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দেওয়াল এবং নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে। আফগান শরনার্থী ঢুকে পড়ার সম্ভাবনা থেকেই গ্রিস এমন করেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২১ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের নাগরিক সুরক্ষা মন্ত্রী মিকালিস ক্রিসোচয়েডিস বলেছেন, আমরা সম্ভাব্য প্রভাবের জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করতে পারি না।