কাবুলে কাঁটাতারের ওপাশে শিশুটিকে কেন নেওয়া হয়েছিল
কাঁটাতারে মোড়া কংক্রিটের দেয়াল। দেয়ালের ওপাশে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। এপাশে অপেক্ষা করছেন শত শত মানুষ। তাঁদের মধ্য থেকে একজন দুই হাতে ছোট্ট এক শিশুকে তুলে ধরলেন। কাঁটাতারের ওপাশ থেকে শিশুটিকে নিজের কাছে নিলেন মার্কিন এক সেনা। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
গত রোববার রাজধানী কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তান আবার তালেবানের দখলে। দেশটির নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর সেখানে মানুষ যে কতটা অসহায়, তা ফুটে উঠেছে এই ভিডিওতে। কাঁটাতারের এপাশে অপেক্ষা করা লোকজনও এসব অসহায় মানুষেরই একাংশ। তালেবানের শাসন থেকে বাঁচতেই বিমানবন্দরে ঢুকতে চান তাঁরা। পালাতে চান দেশ ছেড়ে।