![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021August/priyojon-20210821112415.jpg)
মোশাররফ করিম-নাদিয়ার নাটকের সেঞ্চুরি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ১১:২৮
শত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। আগামীকাল বোরবার (২২ আগস্ট) প্রচারিত হবে নাটকটির ১০০তম পর্ব। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি।
মামুন অর রশিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, আ.খ.ম হাসান, সালহা খানম নাদিয়া, শামীম জামান, জয়রাজ, জামিল হোসেন, তারিক স্বপন, হিমি, রোবেনা রেজা জুঁই, চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মাছুম বাশার, সঞ্চিতা দত্ত, তারিক আনাম খান প্রমুখ।