একুশ অগাস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারবে না বিএনপি
১৭ বছর আগে ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নৃশংস গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এটা এখন স্পষ্ট যে মূলত আওয়ামী লীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্যই ওই গ্রেনেড হামলা চালানো হলেও তিনি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালে আওয়ামী লীগেট সভাপতি হিসেবে ৬ বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফেরার পর শেখ হাসিনাকে একাধিকবার হত্যার চেষ্টা হয়েছে। প্রতিবারই তিনি সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে না থাকলে তাদের ভাগ্যে কী ঘটতো বলা মুশকিল। তবে ১৫ অগাস্ট হত্যা করা হয়েছিল শেখ হাসিনার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সব সদস্যদের।