আজ শুক্রবার পবিত্র আশুরা। আশুরা আরবি শব্দ। এটি অর্থ দশম। শব্দটি হিজরি বর্ষের ১০ তারিখকে বোঝায়। হিজরি বছরের হিসাবমতে ১৯ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হবে আশুরার শুভক্ষণ, যা শুক্রবার সন্ধ্যা তথা সূর্যাস্ত পর্যন্ত। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আশুরা বলতে মহরম মাসের ১০ তারিখকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়। হিজরি পঞ্জিকার মহরম মাসের ১০ তারিখে হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) কারবালা প্রান্তরে শহিদ হন। এই কারণে মুসলমানরা যে শোক দিবস পালন করে থাকেন, তাকে আশুরা বলা হয়। শিয়া সম্প্রদায়ের কাছে এ দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ। এরা মর্সিয়া ও মাতমের মাধ্যমে এই দিনটি উদ্যাপন করে। মুসলমানদের অন্যান্য সম্প্রদায়ের মানুষও এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন। আমলি মুসলমানগণ এ দিনটিতে রোজা ও তজবি-তাহলিলের মাধ্যমে পালন করেন।
You have reached your daily news limit
Please log in to continue
আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে সচেতন থাকা জরুরি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন