![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F75895f87-0a5c-4ce7-9a59-ed9e0a77e23d%252FC_17s_support_Afghanistan_drawdown_2021.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
শুধু রক্তের দাগই রেখে যেতে পেরেছে আমেরিকা
একই সময়ে লাতিন আমেরিকা ও আফ্রিকার কিছু অংশে স্বৈরশাসকদের ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা। কঙ্গোতে মবুতু সেসের স্বৈরশাসনের কথা মনে করুন। ১৯৬১ সালে সিআইএর মদদে প্যাট্রিস লুমুম্বাকে হত্যা করা হয়েছিল। চিলির খুনে সামরিক জান্তা আউগুস্তো পিনোশের কথা স্মরণ করুন। সেখানে ১৯৭৩ সালে আমেরিকার মদদে বামপন্থী সালভাদর আয়েন্দেকে উৎখাত করা হয়েছিল।
আশির দশকে রোনাল্ড রিগ্যানের আমলে প্রক্সি যুদ্ধের মাধ্যমে মধ্য আমেরিকাকে ছারখার করে দেওয়া হয়েছিল। বামপন্থী সরকারকে উৎখাত করতে কিংবা তাদের আসা ঠেকাতে এটা করা হয়েছিল। সেই ক্ষত এখনো সেখানে শুকায়নি।