![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/123-2108201137.jpg)
জেলের জালে ৪৬ কেজির পাখি মাছ
জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে যমুনা নদীর ৪৬ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছের দেখা মিলেছে। এ মাছটিকে আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি। মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলছেন অনেকে। তবে মাছটির পিঠে বিশাল আকারের পাখনা থাকায় এটিকে স্থানীয়ভাবে কেউ কেউ পাখি মাছ আবার কেউ বলছে গাং চ্যালা।