You have reached your daily news limit

Please log in to continue


কেমন আছেন আফগান লেখক–শিল্পীরা

আতঙ্ক আর আনন্দ কি পাশাপাশি হাত ধরে চলতে পারে? নিশ্চয়ই না। কিন্তু আফগানিস্তানের মানুষের হয়েছে উভয়সংকট দশা। তাদের এখন এক হাতে আতঙ্ক, আরেক হাতে আনন্দ নিয়ে চলতে হচ্ছে। কেউ কেউ খানিক আনন্দিত এ জন্য যে মার্কিন সৈন্যরা বিদায় নিয়েছে। দীর্ঘ কুড়ি বছর ধরে তারা যে নিপীড়ন ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা থেকে নিস্তার তো মিলল!

একই সঙ্গে অনেকেই আতঙ্কিত এ কারণে যে এবার দেশটার দখল নিল তালেবান! তারা কি শান্তিতে থাকতে দেবে? গেল শতকের নব্বইয়ের দশকে তালেবান যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন নানাভাবে মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। বিশেষত নারীদের তো তারা মানুষই গণ্য করেনি। এসব বেশি দিন আগের কথা নয়। তাই তালেবান শাসনের ভীতিকর সেসব স্মৃতি এখন চোরাগোপ্তা হামলা চালাচ্ছে আফগানদের অন্তরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন