ইউরোপকে আফগান অভিবাসীর ‘দায়িত্ব’ নেওয়ার আহ্বান এরদোয়ানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার ইউরোপের নেতাদের আফগানিস্তান ছেড়ে আসা অভিবাসীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, চলমান বিশৃঙ্খলার মুখে তুরস্কের 'ইউরোপের অভিবাসী স্টোরেজ ইউনিট' হওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন এরদোয়ান।
গত সপ্তাহের শেষের দিকে তালেবানদের আফগান দখলের পর থেকে হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে শুরু করে। অভিবাসী সাহায্য কারী দল এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের মতে, তাদের অনেকে তুরস্কে প্রবেশ করেছে।