![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F4c7fcc63-f0e8-4824-b416-adfb5098edd3%252FPanjshir_AFP_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
পানশির কি পারবে তালেবানকে প্রতিরোধ করতে
প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে অবশেষে কাবুলের নিয়ন্ত্রণ নিল তালেবান। অনেকেই আশঙ্কা করেছিলেন, কাবুল দখলের মধ্য দিয়ে নতুন এক গৃহযুদ্ধে প্রবেশ করতে যাচ্ছে আফগানিস্তান। কিন্তু রক্তপাতহীনভাবে ক্ষমতা দখল ও এরপর সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই আশঙ্কা অনেকটা নাকচই করে দিল তালেবান। কিন্তু আশরাফ গনির পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কয়েকজন রাজনৈতিক নেতা হাজির করলেন নতুন এক দৃশ্যপট। দেশটির একেবারে শেষ প্রান্তে সবচেয়ে নিরাপদ এক প্রদেশ পানশিরে বসে ঘোষণা দিলেন, তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তাঁরা।