কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাগাম পড়ছে পিপিপির প্রণোদনায়

প্রথম আলো প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ১০:২১

কর অবকাশসহ নানা সুবিধা থাকার পরও সরকারি-বেসরকারি অংশীদারত্বে বা পিপিপিতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না বেসরকারি খাতের উদ্যোক্তারা। এ কারণে গত এক যুগেও পিপিপির আওতায় দেশে বড় কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। এ অবস্থায় পিপিপি থেকে ঢালাও প্রণোদনা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ঢালাও কর অবকাশ সুবিধার বদলে যাচাই-বাছাই করে এ সুবিধা দেওয়া হবে। পিপিপি কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।


পিপিপি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, বন্দর, টানেলসহ মোট ১৪ ধরনের প্রকল্পে কর অবকাশ সুবিধা রয়েছে। কোনো বিনিয়োগকারী এই ১৪ ধরনের প্রকল্পে বিনিয়োগ করলে তাঁকে ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও