![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Aug/1629430805_shabnam-dawran.jpg)
Afghan Woman: হিজাব পরে পরিচয়পত্র দেখিয়েও অফিসে ঢুকতে পারছেন না আফগান মহিলা সাংবাদিক, ভাইরাল ভিডিয়ো
কাবুল দখলের পর থেকে শরিয়ত আইন মেনে মহিলাদের অধিকার রক্ষার কথা একাধিক বার শোনা গিয়েছে তালিবানের গলায়। কিন্তু তালিবানের কথা আর কাজের মধ্যে ফারাক যে বিস্তর, তা প্রমাণিত হচ্ছে বার বার। সে দেশের বিভিন্ন পেশায় কর্মরত মহিলারা নেটমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। সেই ঘটনাক্রম দেখে তালিবান প্রতিশ্রুতি পালনে কতটা আন্তরিক, তা নিয়ে উঠছে প্রশ্ন।