টাঙ্গুয়ার হাওরে ছুটছেন পর্যটক

ঢাকা পোষ্ট টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ০৯:২৭

খুলেছে পর্যটনের দুয়ার, বহুদিন পর পর্যটকদের উপস্থিতিতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেকসহ (নীলাদ্রি লেক) সীমান্তের পর্যটন স্পটগুলোর নীরবতা ভেঙেছে। শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবারই অসংখ্য ভ্রমণপিপাসু ভিড় করেছেন সুনামগঞ্জ সীমান্তের প্রকৃতির লীলাভূমিতে।


রূপে-গুণে অনন্য টাঙ্গুয়ার হাওর। পর্যটকদের কাছে আকর্ষণীয়। প্রাকৃতিক বন, পরিযায়ী ও দেশি পাখির নিরাপদ আবাসস্থলও এটি। দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সম্ভাবনাময় একটি জলাভূমি। অপার সৌন্দর্যের টাঙ্গুয়ার হাওর ১৭ বছরেরও বেশি সময় ধরে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। হাওরের সম্পদ রক্ষা ও সংরক্ষণে কাজ করছে জেলা প্রশাসন। পাশাপাশি রয়েছে বেসরকারি উদ্যোগও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও