কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেষের শুরু কি কাবুল থেকেই

প্রথম আলো কাবুল ফারুক ওয়াসিফ প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ০৯:১৫

তালেবান মুক্তিযোদ্ধা না বর্বর, সেই তর্ক থাক। ইতিহাসে জনজাতির হাতে বড় বড় সাম্রাজ্যের পরাজয় দেখা যায়। চীন-পারস্য-ইরাক এবং পূর্ব ইউরোপ ও রাশিয়ার একাংশ দখল করে নিয়েছিল যাযাবর মোঙ্গলেরা। রোমান সাম্রাজ্যের মরণ কামড় এসেছিল হুন-ভ্যান্ডালদের থেকে। আরব বেদুইন কিংবা রুশ নিম্নবর্গীয় জনতা উড়িয়ে দিয়েছিল রাজতন্ত্রকে।


বাইজানটাইন সাম্রাজ্যকে উচ্ছেদ করেছিল যাযাবর তুর্কিরা। তেমন করে ভিয়েতনামের পরে পৃথিবী আবারও দেখল স্থানীয় প্রতিরোধে কীভাবে দখলদারের পতন ঘটে। বিমানে করে আসা সভ্যতার দেমাগ বিমানে করেই পালাল। আফগানিস্তান থেকে সৈন্য সরানোর ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প বলেছিলেন, ‘সকলেই ক্লান্ত, আমরাও ক্লান্ত’। সাম্রাজ্য সত্যিই বড় ক্লান্ত। আফগানিস্তানে দেখা গেল ক্লান্ত পশ্চিমা সাম্রাজ্যের সেই শেষের শুরুয়াৎ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও