কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আফগানিস্তান কিংবা বাংলাদেশ

সমকাল সঙ্গীতা ইমাম প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ০৮:১৪

আফগানিস্তানে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী তালেবানের আকস্মিক উত্থান-দখল আর সাধারণ আফগানদের দেশত্যাগের করুণ চিত্র এখন বিশ্ব গণমাধ্যমের অন্যতম প্রধান সংবাদ। গোটা দক্ষিণ এশিয়া তো বটেই, আন্তর্জাতিক ভূ-রাজনীতির ওপরও এই সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুত্থানের যে বিরূপ প্রভাব পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। সংবাদগুলো পড়ি আর কানে বেজে ওঠে বাংলাদেশের ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলোর দেওয়া সেই কুৎসিত স্লোগান- 'আমরা সবাই তালেবান/বাংলা হবে আফগান'।


দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এ স্লোগান দেওয়ার সাহস যে সাম্প্রদায়িক মৌলবাদীরা পেয়েছিল, বলাই বাহুল্য আমাদের নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক দুর্বলতার দরুন, এই সাহস তাদের দিন দিন বেড়েছে। মুক্তিযুদ্ধে যেমন এরা বিরোধিতা করেছিল, তেমনি স্বাধীন বাংলাদেশকে উগ্রবাদ আর সাম্প্রদায়িক অপশক্তির অভয়ারণ্য তালেবানি আফগানিস্তান বানানোর বাসনায় নানা ষড়যন্ত্র চালিয়েছে এবং এখনও চালাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও