অন্যায়ের কাছে মাথানত না করার শিক্ষা
মহররম মাসটি হিজরি অব্দের চারটি বিশেষ গুরুত্বপূর্ণ মাসের মধ্যে অন্যতম। মহররম এলেই ভেসে ওঠে কারবালার মর্মান্তিক দৃশ্য। ইসলামের ইতিহাসের এক আলোচিত, অবিস্মরণীয় একই সঙ্গে বরকতপূর্ণ দিন ১০ মহররম। আমরা জানি, এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে মুসলিম বিশ্বের ঐতিহাসিক নানা ঘটনাপ্রবাহ। কারবালার ময়দানে আমাদের প্রিয় নবীর দৌহিত্র হজরত ইমাম হোসেইনের (রা.) শাহাদাতের কথা পরম শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে উচ্চারিত হয়ে আসছে। ১০ মহররম একাধারে পুণ্য অর্জনের ও শোক পালনের দিন। এদিন রোজা রাখলে ও বিশেষ নামাজ আদায় করলে অধিক পুণ্য অর্জন হয়।